
আমি উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের হিউমান ইকোলজি (স্পেশালাইজেশন: কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড ফ্যামিলি ইকোনমিক্স) পি এইচ ডি প্রোগ্রামে অধ্যয়নরত একজন শিক্ষার্থী । এছাড়াও আমি পাবলিক অ্যাফেয়ার্সে ডক্টরাল মাইনর ডিগ্রির জন্যে অধ্যয়নরত। আমার দক্ষতা কোন একটি বিশেষ ঘটনার কারণ এবং প্রভাব সনাক্তকরণকল্পে গবেষণার নকশায় এবং গবেষণা-লব্ধ তথ্য-উপাত্ত বিশ্লেষণে।
বিস্তীর্ণরুপে আমার গবেষণার আগ্রহের জায়গায় আছে সরকারি নীতি এবং মানুষের সুখের সংযোগস্থলের বিভিন্ন জটিল বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সরকারি নীতি দেশটির নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুস্থতার উপর কতটা প্রভাব রাখে তা বুঝতে আমি গবেষণা করছি।
উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সাসটেইনেবল সিস্টেমে স্নাতকোত্তর ডিগ্রি অৰ্জন করি যেখানে আমি গবেষণা সহকারী হিসাবেও কাজ করেছি। এর আগে আমি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক ডিগ্রি অৰ্জন করি। হরেকরকম প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা -- বিশেষ করে প্রকৌশল, ফলিত সামাজিক বিজ্ঞান এবং পাবলিক পলিসিতে প্রশিক্ষণ -- আমার গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে।
গবেষণার বাইরে আমি বিভিন্ন জটিল প্রাতিষ্ঠানিক ধারণা এবং পদ্ধতিগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে ভালবাসি। আমি ঘটনাপ্রবাহের কারণ-প্রভাব অনুসন্ধান পদ্ধতি, আর-ভাষায় প্রোগ্রামিং,পরিসংখ্যান, মানুষের আচরণ, এবং সুখ নিয়ে নিবন্ধ লিখি। আমার নিবন্ধগুলো এখানে পাবেন। আমার জীবনবৃত্তান্ত এখানে পাবেন।
বিস্তীর্ণরুপে আমার গবেষণার আগ্রহের জায়গায় আছে সরকারি নীতি এবং মানুষের সুখের সংযোগস্থলের বিভিন্ন জটিল বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সরকারি নীতি দেশটির নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুস্থতার উপর কতটা প্রভাব রাখে তা বুঝতে আমি গবেষণা করছি।
উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সাসটেইনেবল সিস্টেমে স্নাতকোত্তর ডিগ্রি অৰ্জন করি যেখানে আমি গবেষণা সহকারী হিসাবেও কাজ করেছি। এর আগে আমি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক ডিগ্রি অৰ্জন করি। হরেকরকম প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা -- বিশেষ করে প্রকৌশল, ফলিত সামাজিক বিজ্ঞান এবং পাবলিক পলিসিতে প্রশিক্ষণ -- আমার গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে।
গবেষণার বাইরে আমি বিভিন্ন জটিল প্রাতিষ্ঠানিক ধারণা এবং পদ্ধতিগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে ভালবাসি। আমি ঘটনাপ্রবাহের কারণ-প্রভাব অনুসন্ধান পদ্ধতি, আর-ভাষায় প্রোগ্রামিং,পরিসংখ্যান, মানুষের আচরণ, এবং সুখ নিয়ে নিবন্ধ লিখি। আমার নিবন্ধগুলো এখানে পাবেন। আমার জীবনবৃত্তান্ত এখানে পাবেন।