VIVEKANANDA DAS
  • Curriculum Vitae
  • Research
  • Data Projects
  • Teaching
  • Medium Articles
  • বাংলা
Picture
আমি ইউনিভার্সিটি অব ইউঠায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার দক্ষতা বিভিন্ন সামাজিক ঘটনার কারণ এবং প্রভাব সনাক্তকরণকল্পে গবেষণার নকশায় এবং গবেষণালব্ধ তথ্য-উপাত্ত বিশ্লেষণে। বিভিন্ন সরকারি নীতি, অর্থনৈতিক পরিবেশ এবং প্রযুক্তির প্রসার মানুষের আর্থিক সুস্থতার উপর কিভাবে প্রভাব রাখে তা বুঝতে আমি গবেষণা করছি।

আমি ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে হিউমান ইকোলজি (স্পেশালাইজেশন: কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড ফ্যামিলি ইকোনমিক্স) বিষয়ে পি এইচ ডি ডিগ্রি এবং পাবলিক অ্যাফেয়ার্সে ডক্টরাল মাইনর ডিগ্রি সম্পন্ন করেছি। উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজিতে সাসটেইনেবল সিস্টেম বিষয়ে এম এস ডিগ্রি অৰ্জন করি । এর আগে আমি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে বি এস সি ডিগ্রি অৰ্জন করি।  হরেকরকম প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা -- বিশেষ করে ফলিত সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, এবং পাবলিক পলিসিতে প্রশিক্ষণ -- আমার গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে।  

আমি বিভিন্ন জটিল প্রাতিষ্ঠানিক ধারণা এবং গবেষণা পদ্ধতিগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে ভালবাসি। আমি ঘটনাপ্রবাহের কারণ-প্রভাব অনুসন্ধান পদ্ধতি, আর ভাষায় প্রোগ্রামিং,পরিসংখ্যান, মানুষের আচরণ, এবং সুখ নিয়ে নিবন্ধ লিখি। আমার নিবন্ধগুলো এখানে পাবেন। ​আমার জীবনবৃত্তান্ত এখানে পাবেন।

© 2025 | Vivekananda Das
  • Curriculum Vitae
  • Research
  • Data Projects
  • Teaching
  • Medium Articles
  • বাংলা